মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই রজ্যে একাধিক প্রশাসনিক রদবদল ঘটালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পাণ্ডেকে সরিয়ে দিল রাজ্য সরকার। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পরে পূর্ব মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক বিভু গয়ালকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নির্বাচন কমিশন নিয়ে এসেছিল স্মিতা পাণ্ডেকে। এবার মমতা বন্দ্যোপাধ্যাপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সরিয়ে দেওয়া হল তাঁকে। তাঁর জায়গায় নতুন জেলাশাসকের দায়িত্ব নিয়ে আসছেন পূর্ণেন্দু মাজি। পূর্ণেন্দু বাবু এর আগে ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের সচিব ছিলেন। স্মিতা পাণ্ডেকে ওয়েবেল-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়কেও বদলি করা হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে কম্পালসরি ওয়েটিং-এ। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে রাহুল মজুমদারকে।
এছাড়াও রাজ্যের পুলিশ প্রশাসনেও এদিন একাধিক রদবদল হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠকে সে কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ডিজি পদ থেকে বীরেন্দ্রকে সরিয়ে জগমোহনকে নিয়ে এসেছিল। এবার ডিজি পদে বীরেন্দ্রকে ফিরিয়ে আনা হল এবং এডিজি আইনশৃঙ্খলা পদে জাভেদ শামিমকে ফিরিয়ে আনা হল। কমিশনের নিয়োগ করা ডিজি জগমোহনকে সিভিল ডিফেন্সে বদলি করল নবান্ন।
Comments are closed.