গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় হিমাচলপ্রদেশে পর্যটকদের ঢল নামার ছবি, ভিডিও দেখা যাচ্ছে। সিমলা, কুলু, মানালি’র পাশাপাশি হিমাচলপ্রদেশের প্রত্যন্ত অঞ্চলেও হোটেল, গেস্টহাউসগুলিতে তিলধারণের জায়গা নেই, রাস্তায় গাড়ির লম্বা লাইন। এবার দেখা যাচ্ছে কোভিড-এর বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় উত্তরাখণ্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নৈনিতাল, মুসৌরিতে পর্যটকদের ভিড় জমেছে।

গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভাইরাল হওয়া একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, শতাধিক পর্যটক মুসৌরির কেম্পটি জলপ্রপাতে স্নান করছেন। স্বাভাবিকভাবেই সেখানে সামাজিক দূরত্ব বিধি মানার কোনও বালাই ছিল না। এমন কি ওই ভিডিওতে কোনও এমন একজনকেও খুঁজে পাওয়া যায়নি যার মুখে মাস্ক রয়েছে!

কেউ একজন কেম্পটিতে স্নানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিভিওটি দেখে বিভিন্ন মানুষ নিজেদের ক্ষোভ উগড়ে দেন নেটমাধ্যমে। কেউ কেউ লেখেন- ‘‘নির্বোধের দল’’, আবার কেউ লেখেন- ‘‘স্নান করো এবং মরো’’। অনেকেই বলছেন- এত কিছুর পরেও মানুষ কীভাবে এরকম নির্বোধের মতো আচরণ করতে পারে?

পর্যটকের এহেন আচরণ দুশ্চিন্তা বাড়াচ্ছে। বুধবার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি বিভিন্ন রাজ্যে ভিড়, জনবহুল এলাকায় মানুষের মুখে মাস্ক না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংবাদ সংস্থা সূত্রে খবর মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে মোদী বলেন, ‘‘বিভিন্ন স্থানে জনতার ভিড়ের দৃশ্য উদ্বেগজনক। এখনও অনেকে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন।’’ প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভুল করার কোনও জায়গা নেই। মহারাষ্ট্র এবং কেরলে ক্রমবর্ধমান সংক্রমণ খুবই উদ্বেগের।’’