বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম-সহ রাজ্যের চার জেলার তিরিশটি আসনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শুরু হবে। তার আগে মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের দুই পুলিশ অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

সরিয়ে দেওয়া হয়েছে মহিষাদলের সিআই বিচিত্রবিকাশ রায়কে। তাঁর জায়গায় আসছেন শীর্ষেন্দু দাস। হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যর জায়গায় আসছেন উত্তম মিত্র। উল্লেখ্য নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি হলদিয়া মহকুমার অন্তর্গত।

বিচিত্রবিকাশ রায় এবং বরুণ বৈদ্যর বিরুদ্ধে বিজেপি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। বিজেপি’র অভিযোগ ছিল, এই দুই পুলিশ আধিকারিক তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের মতো কাজ করছেন।

এছাড়ারাও মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা রাজ্য সরকারকে পাঠানো হয়েছে, তাতে বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মানিককেও সরানোর নির্দেশ হয়েছে।