করোনার কারণে গত বছর অলিম্পিক স্থগিত হয়ে যায়। অবশেষে ২৩ জুলাই জাপানের রাজধানী শহরে শুরু হল অলিম্পিক। টোকিওতে নতুন করে করোনা সংক্রমণের ঘটনা উদ্বেগ তৈরি করলেও ইতিমধ্যেই গেমস ভিলেজে বিভিন্ন দেশের ক্রীড়াবিদরা পদক জয়ের লড়াইয়ের জন্য প্রস্তুত।

ভারত আশা করছে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দেশবাসীকে কিছুটা আনন্দ দেবে এবারের অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদরা। ২০১৬-র রিও অলিম্পিকে আগের লন্ডন অলিম্পিকের তুলনায় ভারতের ঝুলিতে কম পদক আশায় কিছুটা হতাশ হয়েছিল দেশবাসী। রিও অলিম্পিকে ভারতের মুখরক্ষা করেছিলেন পি ভি সিন্ধু (ব্যাটমিন্টনে মহিলা সিঙ্গেলস বিভাগে রুপো জিতেছিলেন) এবং সাক্ষী মালিক (৫৮ কেজি ফ্রিস্টাইল রেসলিং বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন)।

পি ভি সিন্ধু- ব্যাডমিন্টন

পি ভি সিন্ধু।

অলিম্পিকে ভারতের হয়ে পদক জয়ের সবচাইতে বেশি সম্ভাবনা রয়েছে পি ভি সিন্ধু’র। ২৬ বছর বয়সী এই তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় রিও অলিম্পিকে রুপোর পদক পেয়েছিলেন। সুশীল কুমার বাদে সিন্ধুই একমাত্র ভারতীয় খেলোয়াড় যিনি অলিম্পিকে কোনও ব্যক্তিগত বিভাগে দু’টি পদক জিতেছেন। এই বছরের শুরুর দিকে অল ইংল্যান্ড ওপেনে সেমিফাইনালে উঠেছিলেন সিন্ধু। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপের খেতাব জয়ের পর থেকে সিন্ধু বড় কোনও টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ে সফল হননি। তবে বড় মঞ্চে সিন্ধু যে ভয়ঙ্কর হয়ে উঠবেন না এটা কেউই হয়ত বলবেন না। এবারের অলিম্পিকে যে ড্র হয়েছে তাতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সিন্ধুকে তুলনামূলক সহজ প্রতিপক্ষর মুখোমুখি হতে হবে।

মেরি কম- বক্সিং

মেরি কম।

২০১২ সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী চার সন্তানের জননী মেরি কম টোকিও অলিম্পিকে আরও একবার দেশকে গৌরবান্বিত করতে পারেন। এই অলিম্পিকেই সম্ভবত মেরি শেষবারের মতো বক্সিং রিংয়ে নামছেন। অভিজ্ঞ এই ভারতীয় বক্সার ২০২১ সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশীপে রুপো জিতে অনেককেই অবাক করে দিয়েছিলেন। অনেকেই আশা করছেন মেরির দীর্ঘ অভিজ্ঞতা বক্সিংয়ে মহিলাদের ৫১ কেজি বিভাগে ভারতের ঝুলিতে একটা পদক এনে দিতে পারে।

সৌরভ চৌধুরি- শুটিং

সৌরভ চৌধুরি।

বিভাগ- ১০ মি. পুরুষদের এয়ার পিস্তল

টোকিও অলিম্পিক থেকে দেশে পদক আনার জন্য ভারতের অন্যতম প্রধান ভরসা ১৯ বছর বয়সী এই শুটার। রিও অলিম্পিক থেকে খালি হাতে ফিরে দেশবাসীকে চূড়ান্ত হতাশ করেছিল ভারতীয় শুটাররা। মনে করা হচ্ছে এই সৌরভের হাত ধরে ভারতীয় শুটাররা তাঁদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারবে। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রচুর পরিশ্রম করেছে, আশা করা হচ্ছে সৌরভ টোকিওতে তার ফল পাবে।

সৌরভ চৌধুরি ও মনু ভাকের- শুটিং

মনু ভাকের ও সৌরভ চৌধুরি।

ভারত এবার ১৫ সদস্যের শুটিং দল টোকিওতে পাঠিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বড় নাম রয়েছে, যাঁরা সবরকম বাধা অতিক্রম করে পোডিয়ামে দাঁড়িয়ে ভিক্ট্রি সাইন দেখাতে পারেন। দশ মিটার এয়ার পিস্তল মিক্সড বিভাগে সৌরভ চৌধুরি ও মনু ভাকের জুটির উপর পদক জয়ের জন্য ভরসা রাখছে ভারত। দু’জনের মধ্যে এই মুহূর্তে খুব ভাল বোঝাপড়া রয়েছে। গত জুন মাসে ক্রোয়েশিয়ার ওসিজেকে বিশ্বকাপে পাঁচটি স্বর্ণ পদক জিতেছিল সৌরভ ও মনু।

মীরাবাই চানু- ভারোত্তলন

মীরাবাই চানু

অনেকেই মনে করছেন কর্ণম মালেশ্বরী’র (২০০০ সালের অলিম্পিকে পদক জয়ী) পর মীরাবাই চানু হবেন দ্বিতীয় ভারতীয় যিনি অলিম্পিকে ভারোত্তলন বিভাগ থেকে দেশকে পদক এনে দেবেন। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় চার নম্বর স্থানে রয়েছেন চানু। এবারের অলিম্পিক থেকে উত্তর কোরিয়া সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে চানুর পদক জয়ের আশা অনেকটাই বেড়ে গেছে। টোকিও অলিম্পিকে ভারোত্তলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগের বাছাই পর্বে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। উত্তর কোরিয়া’র রি সং গুম ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশীপে ২০৪ কেজি ভারোত্তলন করে ব্রোঞ্জ পদকটি ছিনিয়ে নিয়েছিলেন চানুর থেকে (চানু ২০১ কেজি ভারোত্তলন করেছিলেন)। টোকিও অলিম্পিকে পদক জিতে রি‍ও অলিম্পিকের ব্যর্থতার যন্ত্রণা ভোলাতে মরিয়া চানু।

ভিনেশ ফোগাত- কুস্তি

ভিনেশ ফোগাত।

বিখ্যাত ফোগাত সহধর গীতা ও ববিতার খুরতোতো বোন ভিনেশ ফোগাত। টোকিও অলিম্পিকে পদকের অন্যতম গুরুত্বপূর্ণ দাবিদার ভিনেশ, কেবলমাত্র তাঁর ফোগাত পদবীর কারণে নয়, এবছরে তাঁর দুর্দান্ত ফর্মের জন্য। প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে সোনা জিতে ৫৩ কেজি বিভাগে বিশ্ব ক্রমতালিকায় ভিনেশের নাম এখন এক নম্বরে। ফলে সম্ভাব্য স্বর্ণ পদকজয়ী হিসেবেই টোকিওতে গিয়েছেন ভিনেশ।

বজরং পুনিয়া- কুস্তি

বজরং পুনিয়া।

ভারতের অলিম্পিক সংস্থা আশা করছে বজরং পুনিয়া নিশ্চিতভাবে টোকিও থেকে পদক জিতে দেশে ফিরবেন। এটাই বজরংয়ের প্রথম অলিম্পিক। গত মাসে বজরংয়ের হাঁটুতে চোট লাগায় অনেকেরই কপালে ভাজ পড়েছিল। কিন্তু সেই চোট সারিয়ে এখন পদক জয়ের বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী বজরং পুনিয়া।

দীপিকা কুমারী- তিরোন্দাজী

দীপিকা কুমারী।

খুব সম্প্রতি তিরোন্দাজীর বিশ্বকাপে দুটি স্বর্ণপদক জিতে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর তিরোন্দাজ দীপিকা কুমারী। পাঁচ বছর আগে রিও অলিম্পিকে সকলকে হতাশ করেছিলেন দীপিকা। তাঁকে নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল। এবার দীপিকা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দিতে প্রস্তুত।

অতনু দাস ও দীপিকা কুমারী- তিরন্দাজী

অতনু দাস ও দীপিকা কুমারী।

অতনু দাস এবং দীপিকা কুমারী এই মুহূর্তে ভারতীয় ক্রীড়াবিদদের অন্যতম জনপ্রিয় জুটি। স্বামী-স্ত্রী এই দুই তিরন্দাজ বিশ্বকাপে অন্যান্য প্রতিযোগীদের ধরাছোয়ার বাইরে ছিলেন, মিক্সড ইভেন্টে তাঁরা সোনা জেতেন। টোকিওতেও তাঁরা সেই অব্যাহত রাখবেন বলে আশা অলিম্পিক সংস্থার।

অমিত পাঙ্ঘাল- বক্সিং (পুরুষ বিভাগ, ৫২ কেজি)

অমিত পাঙ্ঘাল।

গত মে মাসে এশিয়ান চ্যাম্পিয়নশীপে স্বর্ণ পদকটি অল্পের জন্য হাতছাড়া হয়েছিল অমিত পাঙ্ঘালের। এবার টোকিওর বক্সিং রিংয়ে ওই স্বর্ণপদক না পাওয়ার যন্ত্রণা মেটানোর অপেক্ষায় রয়েছেন অমিত। গত বছর বক্সিং বিশ্বকাপে সোনা জিতে অমিত প্রমাণ করে দিয়েছিলেন আন্তর্জাতিক মঞ্চে প্রতিপক্ষকে জোরালো পাঞ্চে ঘায়েল করে দিতে প্রস্তুত। ভারতীয় বক্সিং ফেডারেশন টোকিওতে অমিতের পদক জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী।