রাজ্যে লকডাউনের দিন পরিবর্তনের ধারা অব্যাহত। বুধবার (১২ আগস্ট) ফের পরিবর্তন করা হল লকডাউনের দিন।
এদিন রাজ্য সরকারের তরফে নবান্ন থেকে এক বিবৃতি জারি করে জানানো হল, পূর্বের ঘোষণা অনুযায়ী ২৭ ও ২৮ আগস্ট যাথাক্রমে বৃহস্পতি ও শুক্রবার রাজ্যে লকডাউন হওয়ার কথা। এবং এরপরে ফের ৩১ আগস্ট অর্থাৎ সোমবারও লকডাউন হওয়ার কথা। এর ফলে দেখা যাচ্ছে বৃহস্পতিবার থেকে সোমবার টানা পাঁচদিন রাজ্যে সমস্ত ব্যাঙ্কের কাজ, ব্যবসায়িক কাজকর্ম বন্ধ থাকবে। নবান্ন সূত্রে খবর, বিভিন্ন মহল থেকে এ বিষয়ে সরকারকে ভাবনা চিন্তা করার জন্য অনুরোধ করা হচ্ছিল। সেই দিকগুলি বিচার বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে ২৮ আগস্ট অর্থাৎ শুক্রবার রাজ্যে লকডাউন হচ্ছে না। ওইদিন স্বাভাবিক কাজকর্ম চলবে। নবান্ন থেকে নতুন যে বিবৃতি জারি করা হয়েছে তাতে এরকমটাই বলা হয়েছে। বিবৃতিটিতে স্বাক্ষর করেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

করোনা মোকাবিলায় চলতি আগস্ট মাসে রাজ্য সরকার ৯ দিন লকডাউন ঘোষণা করেছিল। পরে বিভিন্ন সময় লকডাউনের দিনক্ষণ পরিবর্তিত হয়ে কমে দাঁড়িয়েছিল সাত দিনে। বুধবারের নতুন বিবৃতি জারির পর তা আরও একদিন কমে দাঁড়াল ৬ দিনে। আর লকডাইনের দিন পরিবর্তন নিয়েই রাজ্যের বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সিপিআইএম, বিজেপি, কংগ্রেস সব বিরোধী দলগুলিই সরকারের সমালোচনা করে বলছে- এরকম বারবার দিন পরিবর্তন করলে মানুষের কাছে কি বার্তা যাবে? আগে পিছে কোনও কিছু না ভেবেই দুম করে একটা ঘোষণা করে দিলেই হল! বারবার এই লকডাউনের দিন পরিবর্তনের বিষয়টি থেকে বোঝা যায় বর্তমান সরকার কীভাবে চলছে।
Comments are closed.