রুক্ষ শুষ্ক শীত পার করে কাশ্মীরে এখন বসন্ত। প্রকৃতি আপন রূপে সেজে উঠেছে। প্রকৃতির সেই রূপের ছটায় কাশ্মীর হয়ে উঠেছে রঙিন, মোহময়ী। শ্রীনগরে ডাল লেক সংলগ্ন পাহাড়ের পাদদেশে বিস্তৃত টিউলিপ বাগান এখন বর্ণময়। যেন কোনও এক শিল্পী তার ক্যানভাসে নানান রঙ নিয়ে খেলা করছেন।
বৃহস্পতিবার (২৫ মার্চ) থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে এশিয়ার বৃহত্তম এই টিউলিপ বাগান। ভরা বসন্তে সকলকে কাশ্মীরে এসে একবার টিউলিপ বাগান পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে কাশ্মীরবাসী।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে লেখেন, ”আগামীকাল ২৫ মার্চ জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ দিন। এই দিন জবারওয়ান পর্বতমালার পাদদেশে দৃষ্টিনন্দন টিউলিপ বাগান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে। উদ্যানটিতে ৬৪৮ প্রজাতির ১৫ লক্ষেরও বেশি ফুল দেখতে পাবেন। আপনি যদি সুযোগ পান, তাহলে এই সময়ে একবার জম্মু-কাশ্মীর ভ্রমণ করুন এবং টিউলিপ উৎসবের সাক্ষী থাকুন, পাশপাশি আপনি জম্মু এবং কাশ্মীরের মানুষের উষ্ণ আতিথেয়তাও অনুভব করবেন।”


