‘দিল বেচারা’ নামটা যেন এখন পরিহাস করছে ছবির কলাকুশলীদের সঙ্গে। নিষ্ঠুর পরিহাস। এক দিস্তে মন কেমন নিয়ে, জমাটবাঁধা কষ্ট বুকে নিয়ে উপভোগ করার মতো কি কিছু থাকে? কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার প্রথম ছবি, সঞ্জনা সাংভির এরকম বড় একটা ব্রেক, সব কেমন পানসে হয়ে গেছে। কারণ, সুশান্ত সিং রাজপুত না থেকেও যে বড়ো বেশি করে আছেন!
মুকেশের বিরাট ভরসার জায়গা ছিলেন সুশান্ত। তিনিই ‘কাই পো চে!’ ছবিতে সুশান্তকে প্রথম ব্রেক দিয়েছিলেন। সুশান্ত সেই ঋণ কোনও দিন ভোলেননি। তাই স্ক্রিপ্ট না শুনেই সুশান্ত মুকেশের প্রথম ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন। গান, ট্রেলর সবার ভালো লাগছে, ছবি দেখার জন্য দর্শকরা উন্মুখ কিন্তু কোনও কিছুতেই তেমন ভাবান্তর ঘটছে না মুকেশের। কারণ, সুশান্তের এ হেন চলে যাওয়াকে তিনি মেনেই নিতে পারছেন না। তার জীবনের এই আনন্দ কার সঙ্গে উদযাপন করবেন মুকেশ! তিনি জানিয়েছেন, ফিল্মি দুনিয়ার থেকে অনেক বড়ো ছিল সুশান্তের জীবন। ভালোবাসার বহু বিষয় ছিল, গভীরতাও ছিল অনেকখানি। মৃত্যু চিন্তা, হতাশা এমন কিছুই তিনি দেখেননি বন্ধুর মধ্যে। কোথা থেকে কী হয়ে গেল!

‘The Fault In our Stars’ শীর্ষক বেস্টসেলার উপন্যাস ও ছবি অবলম্বনে নির্মিত হয়েছে ‘দিল বেচারা’। এই ছবিটি মুকেশ উৎসর্গ করতে চান সুশান্ত সিং রাজপুতের ভক্তদের। ছবিটি ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাবে। যদিও সুশান্তের ফ্যানেরা চেয়েছিলেন হলে মুক্তি পাক ছবিটি। মুকেশ জানেন যে ছবিটি এখন আর তাঁর প্রথম পরিচালিত ছবি নয়, ছবিটি সুশান্তের শেষ ছবি। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেখার জন্য। সুশান্তও ডাবিং করার সময় ছবিটি দেখেছিলেন এবং নিজের পারফরম্যান্স নিয়ে তিনি খুশি ছিলেন। ছবিটির শুটিং হয়েছিল জামশেদপুরে। মিশ্র সংস্কৃতি, মিশ্র জাতির জায়গা হল জামশেদপুর। এই ছবিতে সঞ্জনা বাঙালি মেয়ে, আর সুশান্ত দক্ষিণ ভারতীয় চরিত্রে। ছোটো শহরেই গল্পকে বাঁধতে চেয়েছিলেন পরিচালক।
আরও পড়ুন: সুশান্ত’র মৃত্যু কি ফিল্মি দুনিয়ার অন্ধকারে নতুন আলো দেখাতে পারবে ?
ছবিটি মুক্তি পাচ্ছে ২৪ জুলাই। মুকেশ ছাবরা চান ‘দিল বেচারা’ উপভোগ করুক, উদযাপন করুক মানুষ ঘরে বসেই। সুশান্তের তেমনই ইচ্ছে ছিল। সুশান্তের শেষ ছবি মনে থেকে যাক সবার।