সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় এবার ডাকা হল সঞ্জয় লীলা বনশালিকে। অনেকগুলো বড়ো নাম উঠে এসেছে তদন্তের স্বার্থে। যশরাজ ফিল্মস,  ধর্ম প্রোডাকশনস-এর বেশ কিছু বড়ো মাপের ছবি থেকে সুশান্তকে মনোনীত করার পরেও বাদ দেওয়া হয়। স্বজন পোষণের অভিযোগে জর্জরিত মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি।

সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবি দুটিতে সুশান্তকে মুখ্য চরিত্রে নেওয়ার পরেও কেন বাদ দেওয়া হল, এ প্রশ্ন উঠে এসেছে,  তাই বনশালিকে তলব করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

যশরাজ ফিল্মস-এর কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে দ্বিতীয়বারের জন্য তলব করেছে মুম্বই পুলিশ।  তার বয়ানও রেকর্ড করা হবে।

অনেক তাবড় তাবড় ব্যক্তিত্ব স্বজন পোষণ নিয়ে সরব হয়েছেন। তাদের মধ্যে কার কার ডাক পড়ে তা নিয়েও জল্পনা তুঙ্গে।  সুশান্তের এমন করুণ পরিণতির জন্য কারা কতটা দায়ী কিংবা আদৌ দায়ী কি না সেসব কিছু নির্ভর করছে তদন্তের গতিপ্রকৃতির ওপর।