
এমন ঝিম ধরা দুপুরেই ঘুঘু ডাকে নিশ্চিন্দিপুরের ঘন সবুজ বাঁশবনে, পাশেই সরু পথ, যেপথ ধরে একটু এগোলেই অপু-দুর্গার ভিটে, মাটি, উঠোন, পেয়ারা গাছটা। লাউ শাকের লকলকে লতা বিছিয়ে উঠেছে মাচার ওপর… কুবো, ঘুঘু, কোকিল পাল্লা দিয়ে ডেকে চলে এমন গরমের দুপুরে, আর দাওয়ায় বসে ইন্দির ঠাকরুন গুনগুন করে খনখননে গলায় যপ করেন কৃষ্ণ নাম।
previous article
ব্যক্তি স্বাধীনতা বনাম শালীনতা
next article
উন্নততর ভাগাড়, এগিয়ে বাংলা
you might also like
আমি বাংলায় কথা কই
2 years ago