বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।

সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। বুধবার ব্যথা বাড়লে তাঁর পরিবারের লোকেরা কোনও রকম ঝুঁকি না নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করেন।

গত ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। সঙ্গে বুকে ব্যথাও অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বুকে দু’টি স্টেন বসানো হয়েছিল। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা: দেবি শেঠি তাঁকে পরীক্ষা করে দেখেন। তিনি বলেন সৌরভ এখন সুস্থ। দ্রুত তিনি তাঁর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এমন কি তিনি পরোদমে ক্রিকেটও খেলতে পারবেন।

৭ জানুয়ারি সৌরভ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। ২৭ জানুয়ারি ফের তাঁকে হাসপাতালে ভর্তি করতে হল।