মা হতে চলেছেন বলিউডের প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বৃহস্পতিবার সকালে ট্যুইট করে এই কথা জানিয়েছেন শ্রেয়া।

ট্যুইটারে নিজের ছবি দিয়ে শ্রেয়া লিখেছেন, বেবি শ্রেয়াদিত্য (নিজের এবং স্বামীর নাম মিলিয়ে) আসতে চলেছে।আমি এবং শিলাদিত্য আপনাদের সকলের সঙ্গে এই খবরটি ভাগ করে নিচ্ছি, আমরা রোমাঞ্চিত। আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তার জন্য আপনাদের সকলের আশীর্বাদ, ভালবাসা প্রয়োজন।

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বাল্যবন্ধু তরুণ উদ্যোগপতি শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া। শিলাদিত্য বম্বে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ছাত্রজীবনে নিজের সৃজনশীল কাজের জন্য সকলের পছন্দের পাত্র ছিল শিলাদিত্য। কলেজের অনুষ্ঠানে পোস্টার বানানোর দায়িত্ব থাকত শিলাদিত্যর উপর। ফলে দু’জন সৃজনশীল বাঙালির মধ্যে সম্পর্ক গড়ে উঠতে কোনও সমস্যা হয়নি। পানীয় জলের সঙ্কটের মতো একধিক সামাজিক বিষয়ে সচেতনতা তৈরির কাজও করছেন শিলাদিত্য।

শিলাদিত্য মুখোপাধ্যায় এবং শ্রেয়া ঘোষাল

২০০১ সালে সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ সিনেমা দিয়ে বলিউডে পথ চলা শুরু শ্রেয়ার। ওই সিনেমায় পাঁচটি গান গেয়েছিলেন তিনি, প্রত্যেকটিই জনপ্রিয় হয়েছিল। এর পর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।