মঙ্গলবার (১১ আগস্ট) রাতের একটি খবর সঞ্জয় দত্তর ভক্তদের মন খারাপ করে দিয়েছে।  এদিন রাতে সংবাদ সংস্থা জানিয়েছে সঞ্জয় দত্তর ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে এবং তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে।

দিন কয়েক আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয়। সন্দেহ করা হয়েছিল তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। একদিন পর তিনি বাড়িও ফিরে আসেন। নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন, তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে এবং এখন কিছুদিন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

কিন্তু মঙ্গলবার রাতেই তাঁর ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি সামনে আসে। জানা গিয়েছে লীলাবতী হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ার পর তাঁর বেশ কিছু পরীক্ষা করা হয়। সেখানেই তাঁর ফুসফুসের ক্যান্সারের বিষয়টি ধরা পড়ে।

মঙ্গলবার বিকেলেই মুন্নাভাই ট্যুইটারে লিখেছিলেন “কিছু চিকিৎসার কারণে কাজ থেকে আপাতত সামান্য বিরতি নিচ্ছি। আমার পরিবার, বন্ধুরা সঙ্গে আছে, চিন্তার কিছু নেই। আমার শুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ চিন্তা করবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। আপনাদের ভালোবাসা এবং শুভ কামনা নিয়ে দ্রুত ফিরে আসবো।’’

এরপরই অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যায়ন সুমন সঞ্জয় দত্তর ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি ট্যুইট করে জানান।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় চিকিৎসার জন্য সম্ভবত আমেরিকায় উড়ে যাবেন।

গত ২৯ জুলাই সঞ্জয় দত্ত তাঁর ৬১তম জন্মদিন পালন করেন।

সঞ্জয় দত্তর মা প্রখ্যাত অভিনেত্রী নার্গিস দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তাঁর অগ্ন্যাশয়ে ক্যান্সার হয়েছিল।