শুক্রবার রাজ্যসভায় অসম চুক্তির ছ’নম্বর ধারার বিষয়টি উত্থাপন করেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত।
অসম চুক্তির ছ’নম্বর ধারা’র বিষয়ে সিদ্ধান্ত নিতে উচ্চক্ষমতা সম্পন্ন একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। ওই কমিটি অসমিয়াদের সংরক্ষণ ও স্বার্থ সুরক্ষিত করার বিষয়টি দেখবে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) কেন্দ্রীয় মন্ত্রীসভা এই সিদ্ধান্ত নেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ সাংবাদিকদের বলেন, ‘‘অসমের বিধানসভা এবং স্থানীয় পরিষদগুলিতে ভূমিপুত্রদের জন্য আসন সংরক্ষণ ও সরকারি চাকরিতে আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে নবগঠিত কমিটি রিপোর্ট দেবে। মাথায় রাখা হচ্ছে বড়ো সম্প্রদায়ের অপূর্ণ দাবি এবং বড়ো চুক্তির বিভিন্ন বিষয়গুলিও।’’
শুক্রবার রাজ্যসভায় এই বিষয়টি উত্থাপন করেন এবং এই ধরণের উচ্চপর্যায়ের কমিটি গঠন করার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন অসম চুক্তির ছ’নম্বর ধারাটি দীর্ঘসময় ধরে উপেক্ষিত ছিল, ফলে এই বিষয়টি যেন দ্রুত সমাধান করা হয়। নির্বাচনের মরসুম শুরু হয়ে গেছে। সংসদের কাজে তার প্রভাব পড়ছে, গুরুত্বপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যাচ্ছে। তিনি বলেন, নবগঠিত কমিটির রিপোর্ট অনুযায়ী এই বিষয়ে সরকারের দ্রুত পদক্ষেপ করা উচিত কারণ, দুর্ভাগ্যজনকভাবে খবর পাওয়া যাচ্ছে অসমে ফের মানুষ উগ্রবাদী সংগঠনের দিকে ঝুঁকছে। অসমে দীর্ঘদিন শান্তি বিরাজ করছে, সেই শান্তি যেন আর বিঘ্নিত না হয়।
এদিকে নাগরিকত্ব বিল নিয়ে যৌথ সিলেক্ট কমিটির রিপোর্ট চূড়ান্ত হয়েছে। কমিটির রিপোর্ট ৭ জানুয়ারি লোকসভায় পেশ করা হবে। বিরোধীরা এবিষয়ে তাদের আপত্তি জানিয়ে নোট (নোট অফ ডিসেন্ট) দিয়েছে। তৃণমূল ও সিপিএমের তরফে এই নোট জমা পড়েছে। কংগ্রেসও আপত্তি জানিয়ে নোট জমা দেবে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে।
Comments are closed.