দক্ষিণেশ্বর স্টেশন থেকে মেট্রো রেল যাত্রা শুরু করল। সোমবার (২২ ফেব্রুয়ারি)ব্যান্ডেলের সাহাগঞ্জ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই মেট্রো পথের সূচনা করলেন।
প্রধানমন্ত্রী বলেন, মেট্রো রেলের সম্প্রসারণে কেবলমাত্র কলকাতা বা শহরতলি নয়, হুগলি-হাওড়া ও উত্তর ২৪ পরগনার মানুষজনও সুবিধা পাবেন। বিশেষত স্কুল, কলেজ, সরকারি অফিসের কর্মচারীরা খুব তাড়াতাড়ি তাঁদের গন্তব্যে পৌঁছতে পারবেন। সুবিধা হবে কারখানার শ্রমিকদেরও। প্রধানমন্ত্রীর বক্তব্য, বাংলায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে আত্মনির্ভরতা বাড়বে।
এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে দক্ষিনেশ্বর ও কালীঘাট মন্দিরের প্রসঙ্গও। প্রধানমন্ত্রী বলেন, একই মেট্রো জুড়বে দুই কালী মন্দিরকে।
সোমবার দক্ষিনেশ্বর মেট্রোর উদ্বোধন করা ছাড়াও একাধিক রেল প্রকল্পেরও সূচনা করেন প্রধানমন্ত্রী। কলাইকুণ্ডা এবং ঝাড়গ্রামের মধ্যে তৃতীয় লাইন, আজিমগঞ্জ এবং খাগড়াঘাট রোড শাখার দ্বিতীয় লাইন, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ডানকুনি এবং বারুইপাড়ার মধ্যে চতুর্থ লাইন, হাওড়া-বর্ধমান মেন লাইনে রসুলপুর এবং মগরার মধ্যে তৃতীয় লাইনও রয়েছে।