এবার থেকে গর্ভবতী মহিলারাও করোনার টিকা নিতে পারবেন। শুক্রবার (২ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গর্ভবতী মহিলারা কোউইনের মাধ্যমে করোনার টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন অথবা নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে গিয়েও নিজের নাম নথিভুক্ত করাতে পারবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে আর‍ও জানানো হয়েছে, গর্ভবতী মহিলাদের করোনার টিকাকরণের নির্দিষ্ট গাইডলাইন স্বাস্থ্য আধিকারিক, স্বাস্থ্য কর্মীদের জন্য ইতিমধ্যেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে এই সিদ্ধান্তে ফলে এবার গর্ভবতী মহিলারাও করোনার টিকা নেওয়ার সুযোগ পেতে চলেছেন। গর্ভবতী মহিলাদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেড়ে গিয়েছে, যার প্রভাব ভ্রুনের উপরও পড়ার সম্ভাবনা রয়েছে। তাই অনেক ভাবনা চিন্তা, পরীক্ষানিরীক্ষার পর অবশেষে এই টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গভ এর আগে বলেছিলেন করোনার টিকা গর্ভবতী মহিলাদের অবশ্যই দেওয়া যেতে পারে এবং তা তাঁদের জন্য খুবই কার্যকরী হবে।

সম্প্রতি আইসিএমআর-এর একটি পর্যবেক্ষণে বলা হয়েছে, করোনার প্রথম পর্যায়ের তুলনায় দ্বিতীয় পর্যায়ে ভারতের গর্ভবতী এবং প্রসোবোত্তর মহিলারা বেশি সংক্রমিত হয়েছেন। গর্ভবতী মহিলাদের সংক্রমিত হওয়ার সংখ্যা এবং সংক্রমণে মৃত্যুর সংখ্যা গতবছরের তুলনায় এবছর অনেকটাই বেশি।