প্রয়াত কবি শঙ্খ ঘোষ। বিগত কয়েক মাস যাবৎ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন শঙ্খবাবু। মাঝে তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন প্রবীণ এই কবি, করোনার পরীক্ষা করা হয়, বুধবার (১৪ এপ্রিল) রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত। উল্টোডাঙায় নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন কবি। তিনি নিজেও হাসপাতালে যেতে চাননি বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল। মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকালে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। কিন্তু বেলা সাড়ে ১১টা নাগাদ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ৮৯ বছর বয়সে চলে গেলেন কবি। এরই সঙ্গে সঙ্গে বোধ হয় স্তব্ধ হয়ে গেল বাঙালির প্রতিবাদী কণ্ঠ।