- শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন এমএস ধোনি।
- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল-এ খেলবেন।
- ধোনি শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন ২০১৯-এর বিশ্বকাপে।
মহেন্দ্র সিং ধোনির আজকের এই “যাবার বেলায়” বিদায়গাথায় পরিসংখ্যানের কচকচি আর সাহিত্যের আলোকোজ্জ্বল বিচ্ছুরণের জন্য সুবিখ্যাত ক্রিকেট লেখকরা আছেন, আমি ওভাবে লিখতেই পারি না কোনওদিন। আজ তো নয়ই।
ক্রিকেটে ডি-আর-এস এসে দ্বিতীয়বার দেখার আর ভাবার সুযোগটা করে দিয়েছে আম্পায়ারদের।
খেলোয়াড়দের নয়।
তাদের জন্য কোনও রি-টেক নেই ক্রিকেটের কাছে।
কোনও রি-টেক আপনার কাছেও আজ অবধি ছিল না একজন ক্রিকেটারের জন্য।
অনেক ভালবাসুন বা তীব্র অপছন্দ করুন।
কোনওদিন আপনি উপেক্ষা করতে পারেননি এই ক্রিকেটারটিকে।
সাফল্য যাকে তাড়া করেনি, ব্যর্থতা যাকে বিচলিত করেনি, ঊনচল্লিশ ছুঁয়ে ফেললেও।
ক্রিকেটের ডব্লিউ-বি-সি-এস (উইকেটকিপার-ব্যাটসম্যান-ক্যাপ্টেন-সাকসেস) এই ক্রিকেটারটি আর একবার প্রমাণ করে দিয়ে গেছেন সেই বহুব্যবহৃত প্রবাদবাক্য – নাথিং সাকসিডস লাইক সাকসেস।
রেকর্ড বই জানিয়ে দেয়-
- ০২-১২-২০০৫ থেকে ২৬-১২-২০১৪ ব্যাপৃত ছিল তার টেস্ট জীবন।
- ওয়ান ডে খেলেছিলেন ২৩-১২-২০০৪ থেকে ০৯-০৭-২০১৯।
- আর কুড়িবিশ (টি-টোয়েন্টি) জীবন সীমাবদ্ধ ছিল ০১/১২/২০০৬ থেকে ২৭/০২/২০১৯ অবধি।
- ৯০টি টেস্টে খেলে তার ছিল ২৫৬টি ক্যাচ, ৩৮টি স্ট্যাম্প, ৪৮৭৬ রান, ৬টি শতক, ৩৩টি অর্ধশতক, আর সর্বোচ্চ ২২৪ রান।
- ৩৫০টি ওয়ান ডে খেলে তার ছিল ৩২১টি ক্যাচ, ১২১টি স্ট্যাম্প, ১০৭৭৩ রান, ১০টি শতক আর ৭৩টি অর্ধশতক আর সর্বোচ্চ ১৮৩ রান (অপরাজিত)। ১টি উইকেটও পেয়েছিলেন ওডিআই-তে বল করে।
- ৯৮টি কুড়িবিশে খেলে ১৬১৭ রান ছাড়াও তার ছিল ২টি অর্ধশতক, সর্বোচ্চ ৫৬ রান, ৫৭টি ক্যাচ আর ৩৪টি স্ট্যাম্প।

ভারতীয় ক্রিকেটে অনেক বিতর্ক সঙ্গী ছিল তার, বড় খেলোয়াড়দের যেমন হয়। কিন্তু সাফল্যে ঢাকা পড়ে গেছে তার মধ্যে সিংহভাগ বিতর্কই। ভারতীয় ক্রিকেটে তার এক্সক্লুসিভ হেলিকপ্টার শট তাকে এনে দিয়েছিল অনেক সাফল্য, যার মধ্যে ছিল ওডিআই আর কুড়িবিশ বিশ্বকাপ আর চ্যাম্পিয়নস ট্রফি।
তার চলে যাওয়াটা হল প্রায় নিঃশব্দেই, হেলিকপ্টার শটের সশব্দ গর্জন সেখানে অনুপস্থিত ছিল।
হ্যাপি রিটায়ারমেন্ট, মহেন্দ্র সিং ধোনি।
ভাল থাকুন ২য় ইনিংসে, পরিবার আর পোষ্য এবং সখের বাহনগুলি-সহ।।
মাঠের মতোই মাঠের বাইরে থাকুন নিজের মতো করে।
পরিসংখ্যানের কচকচি ছাড়াই।
একটা ১৬ বছরের ইতিহাসের মঞ্চে পর্দা পড়ে গেল আজ।
আজ থেকে চালু হল আর একটা ডি-আর-এস।
ধোনি রিটায়ারমেন্ট সার্ভিস।
Do you hear, SSR?
Thanks Mr. Dhoni for everything in last 16/17 years including that 02.04.2011 night in Wankhede Stadium.
Comments are closed.