সিঁদুরে মেঘ দেখছে কেরল। ফের ভয়াবহ বন্যার আশঙ্কা দক্ষিণ ভারতের এই রাজ্যে।
প্রচন্ড ভারী বৃষ্টিপাতের ফলে কেরলের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ইদুক্কি জেলার রাজামালাই থেকে একটি বড় ধসের খবর পাওয়া গেছে, যার ফলে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন ধসে আটকে পড়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
আবহাওয়া দফতর কেরলের বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টির জন্য লাল এবং কমলা সতর্কতা জারি করেছে। আজকের দিনের জন্য পাঠানমথিত্তা, কোট্টায়াম, ইদুক্কি এবং ওয়েনাড জেলাতে লাল সতর্কতা জারি রয়েছে।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ইদুক্কি ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। মুখ্যমন্ত্রী জানান, কমপক্ষে ১৫ জনকে ধসের নিচ থেকে উদ্ধার করা গিয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধার কার্য বিঘ্নিত হচ্ছে এবং অন্যদেরকে বাঁচানোর চেষ্টা চলছে।
রাজামালাইলের যে এলাকা শুক্রবার সকালে এই ভয়ঙ্কর ভূমি ধসের কবলে পড়েছে সেখানে চা বাগানের শ্রমিকদের একটি কলোনি ছিল। জানা গিয়েছে, ৩০টি ঘর ধসে কাদামাটির নিচে চাপা পড়েছে। ওই ঘরগুলিতে ৮০জন মতো মানুষ ছিলেন।
Comments are closed.