বোমা মেরে নিজের ছেলেকে হত্যা করতে গিয়ে নিজেই মারা গেলেন ৬৫ বছরের এক বৃদ্ধ। শুক্রবার গভীর রাতে (৩.৩০ মিনিট নাগাদ) ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার কাশীপুর রোড এলাকায়। বোমার আঘাতে গুরুতরভাবে জখম অবস্থায় বৃদ্ধ শেখ মতলব ও তাঁর ছেলেকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শেখ মতলবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর ছেলে শেখ নাজিরের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শেখ মতলব প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি ঢোকেন এবং তা নিয়ে তাঁদের পরিবারে অশান্তি লেগেই ছিল। শেখ নাজির একটি কারখানায় কাজ করেন। শুক্রবার বিকেলে কাজ থেকে বাড়ি ফিরে দেখেন তাঁর বাবা মদ্যপ অবস্থায় রয়েছেন। তা নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবা-ছেলের মধ্যে ঝগড়া একসময় চরম আকার ধারণ করে। ক্ষুব্ধ শেখ মতলব একটা বোমা নিয়ে ছেলেকে মারতে যান। কিন্তু সেটা হাত থেকে পড়ে গিয়ে ফেটে যায়। বাবা-ছেলে দু’জনেই গুরুতরভাবে জখম হয়। স্থানীয়রা তাঁদের আরজিকর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শেখ মতলবকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে বোমার আঘাতে নাজিরের হাতের আঙ্গুল উড়ে গেছে। তাঁকে আরজিকর হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কাশীপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ আধিকারিকরা তদন্ত করে দেখছে কীভাবে শেখ মতলবের কাছে বোমাটি এল। ওই বস্তি এলাকায় কোথাও বোমা মজুত আছে কি না তার জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।