আগস্ট মাসে সাত দিন সব ধরনের বিমান ওঠা-নামা বন্ধ রাখার কথা ঘোষণা করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ সরকার আগস্ট মাসের সাত দিন গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করেছে। সেই পরিপ্রেক্ষিতেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘোষণা করেছে।

বিবৃতি দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্টের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ তারিখ রাজ্য সরকার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করায় নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে ঐ কদিন সবসধরনের কর্মকাণ্ড বন্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, যাতে তারা বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে বিমান চলাচলের পরিবর্তিত সময়সূচি জেনে নেন।

জুলাই মাসের শুরুতেও পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে অন্তর্দেশীয় বিমান ওঠা-নামা নিয়ন্ত্রণ করা হয়েছিল। রাজ্য সরকার অনুরোধ জানিয়েছিল, যেসব শহরে করোনা আক্রান্তের সংখ্যা বেশী সেই সব শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ বন্ধ রাখার জন্য।

কলকাতা-সহ গোটা রাজ্যে করোনা সংক্রমণে নিয়ন্ত্রণ আনার জন্য ৯-১৬ জুলাই দিল্লি, মুম্বই, চেন্নাই এবং আমেদাবাদ থেকে কোনও বিমান কলকাতায় আসতে দেওয়া হয়নি।