জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার বিজেপি সভাপতি শেখ ওয়াসিম বারি ও তাঁর বাবা এবং ভাইকে হত্যা করল জঙ্গিরা। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের তিনজনকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে বান্দিপোরা জেলার মুসলিমাবাদ অঞ্চলে। জানা গিয়েছে, ওয়াসিম বারির সুরক্ষার জন্য প্রশাসন আটজন নিরাপত্তারক্ষী নিয়োগ করেছিল। কিন্তু এ’দিনের ঘটনার সময় একজন নিরাপত্তারক্ষীও ধারেকাছে ছিলেন না। কর্তব্যে গাফিলতির জন্য আটজন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করার কাজ শুরু হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ন’টা নাগাদ স্থানীয় থানার কাছেই নিজেদের দোকানের বাইরে বসেছিলেন তরুণ ওই বিজেপি নেতা এবং তাঁর বাবা ও ভাই। সেখানেই তাঁদের উপর হামলা চালায় জঙ্গিরা। বান্দিপোরা জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা মোটরসাইকেলে চড়ে এসেছিল। তাঁদের রিভলভারে সাইলেন্সার লাগানো ছিল। মাত্র ১০ মিটার দূর থেকে ওই বিজেপি নেতা ও তাঁর পরিবারের লোকেদের গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা টুইটারে লিখেছেন, ‘‘জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় আমরা শেখ ওয়াসিম বারি এবং তাঁর বাবা ও ভাইকে হারিয়েছি। কাপুরুষিতভাবে তাঁদের উপর হামলা চালানো হয়েছে। দলের জন্য এটি খুব বড় ধরনের ক্ষতি। তাঁদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। গোটা দল ওই সাহসী পরিবারের পাশে থাকবে। আমি আশ্বস্ত করছি তাঁদের এই বলিদান বৃথা যাবে না।’’
বিজেপি নেতা জিতেন্দ্র সিং ট্যুইট করে জানিয়েছেন, ওয়াসিম বারির হত্যার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর নিয়েছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনাও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। ঘটনার নিন্দা করেছেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‘জঙ্গিদের হামলায় বিজেপি নেতার হত্যার খবর শুনে দুঃখিত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। মূলধারার রাজনৈতিক নেতাদের উপর জঙ্গিদের আক্রমণ এতটুকু কমেনি।’’ পিপলস ডেমোক্র্যাটিক পার্টি’র (পিডিপি) তরফ থেকেও এই হামলার নিন্দা করে বিবৃতি দেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীর নিয়ে ওয়াকিবহালদের মতে, কাশ্মীর উপত্যকায় রাজনীতি করা এমনিতেই বিপদজনক। বিজেপি’র ক্ষেত্রে তো সেটি অতিরিক্তমাত্রায় বিপদজনক। জঙ্গিরা ওয়াসিম বারি এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে একটা পরিষ্কার সন্দেশ দিতে চাইল- কাশ্মীরে যারা বিজেপি করছে বা করবে তাদের অবস্থা এরকমই হবে! কাশ্মীরে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরুক এটা জঙ্গিরা কখনোই চায় না। যেমন কাশ্মীরি কোনও যুবক পুলিশ বা সেনাবাহিনীতে যোগ দিলে তাদের পরিবারকে হুমকি দেওয়া হয় বা হত্যা করা হয়। কাশ্মীরের মানুষ স্বাভাবিক জীবনযাপন করুক, মানুষের কর্মসংস্থান বাড়ুক, সরকারি প্রকল্পগুলি বেশি করে তরান্বিত হোক সেটা সন্ত্রাষবাদী গোষ্ঠীগুলি চায় না। কারণ, তাহলে তাদের উদ্দেশ্য সফল হবে না। ওয়াসিম বারিদের হত্যা করে সন্ত্রাসবাদীরা সেই বার্তাটাই দিতে চেয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।