অবশেষে কিছুটা স্বস্তি। বেশ কিছুদিন ধরে গরমে নাজেহাল অবস্থা হচ্ছিল রাজ্যবাসীর। এমনিতেই করোনা আতঙ্কে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তার উপর গরমে প্রাণ ওষ্ঠাগত। তবে অনেকে আবার দাবি করছেন করোনাকালে অত্যাধিক গরম ভাল, সে যতই কষ্টকর হোক না কেন!
সে যাই হোক সোমবার রাত থেকেই বিদ্যুৎ চমকানোর পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে শুরু করে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার ভোর থেকেই আকাশের মুখভার। মেঘ ডাকছে। কলকাতা ও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হচ্ছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনাতে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে সিকিম এবং দার্জিলিংয়ের আশপাশের এলাকাগুলির আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প। তার জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাত। কম বেশি মঙ্গলবার সারাদিনই বৃষ্টি হবে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এই ঘূর্ণাবর্তের জেরে আগামী দু’দিনও বৃষ্টিপাত হতে পারে রাজ্যে।
Comments are closed.