অক্সিজেন নিয়ে যখন গোটা দেশ জুড়ে শুরু হয়েছে হাহাকার, অক্সিজেনের অভাবে প্রাণ হারাতে হচ্ছে করোনা রোগীদের, তখন অক্সিজেন সিলিন্ডারের উপর থেকে আমদানি ও স্বাস্থ্য শুল্ক ছাড় দিল কেন্দ্রীয় সরকার। কোরোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সঙ্কটের মোকাবিলায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশের করোনা পরিস্থিতি নিয়ে শনিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকের পর কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয়, অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রে ১২ শতাংশ পণ্য পরিসেবা করের পুরোটাই ছাড় দেওয়া হবে। পাশাপাশি আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অক্সিজেন সরবরাহকারী চিকিৎসা সরঞ্জাম ও করোনার ওষুধের আমদানিতেও ছাড় দেওয়া হবে। এই তালিকায় রয়েছে, চিকিৎসা কাজে ব্যবহৃত অক্সিজেন, অক্সিজেন কনসেনট্রেটর, ফ্লো মিটার, রেগুলেটর, কানেক্টর-সহ একাধিক সরঞ্জাম। এর ফলে শনিবার থেকেই সস্তা হল অক্সিজেন সিলিন্ডার। কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩ মাস পর্যন্ত এই ছাড় বলবৎ থাকবে।
সম্প্রতি রেমডেসিভির-এর মতো করোনার ওষুধেও ছাড় দিয়েছিল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় সরকারের তরফে যে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী সম্প্রতি রেমডেসিভির এবং এর এপিআই-এর উপর থেকে সাধারণ আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন। তবে করোনা রোগীদের অক্সিজেন-এর উপর থেকে সাধারণ আমদানি শুল্কে ছাড় ঘোষণা করেছেন। তবে করোনা রোগীদের অক্সিজেন দিতে যে সরঞ্জামের প্রয়োজন, তাতেও আমদানি শুল্কে ছাড়ের প্রয়োজন ছিল। অক্সিজেনের চাহিদা মেটাতে এবং এর উৎপাদন বাড়াতে অক্সিজেন সিলিন্ডার-সহ ১৬টি চিকিৎসা সরঞ্জামের উপর থেকে অবিলম্বে আমদানি ও স্বাস্থ্য শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।