২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে মিক্সড রিলে বিভাগে রুপো জিতেছিল ভারত। এই মিক্সড রিলে বিভাগে হিমা দাস, মহম্মদ আনিস, এমআর পুভাম্মা এবং আরোকিয়া রাজীভ ভারতের হয়ে রুপো জিতেছিলেন। সোনা জিতেছিল বাহরিন। কিন্তু ডোপ টেস্টে বাহরিনের এক অ্যাথলিট উত্তীর্ণ হতে না পারায় এশিয়ান গেমস ফেডারেশন বৃহস্পতিবার (২৩জুলাই) হিমা দাসদের রুপোর পদক সোনায় পরিবর্তিত করার বিষয়ে ঘোষণা করেছে এবং বাহরিনের উপর চারবছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এশিয়ান গেমসের এই পরিবর্তিত স্বর্ণ পদক দেশের করোনা যোদ্ধাদেরকে (চিকিৎসক, স্বাস্থ্যকর্মী,পুলিশ কর্মী এবং যারা দিনরাত এই অতিমারির সঙ্গে লড়াই করছেন) উৎসর্গ করলেন হিমা দাস। ট্যুইট করে একথা জানিয়েছেন হিমা।

ফিনল্যান্ডে অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী হিমা এশিয়ান গেমসের ৪০০ মিটারের ফাইনালে উঠেছিলেন জাতীয় রেকর্ড করে। সময় নিয়েছিলেন ৫১.০০ সেকেন্ড। ভেঙেছিলেন ১৪ বছরের পুরনো রেকর্ড এবং ফাইনালে নিজের রেকর্ড ভাঙলেও স্বর্ণ পদক হাতছাড়া হয় হিমা দাসের। তিনি জিতে নেন রুপো।

Hima Das

২০১৮ এশিয়ান গেমসে ভারত পেয়েছিল মোট ৭০টি পদক (১৫টি সোনা, ২৪টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ)। বৃহস্পতিবার এশিয়ান গেমস ফেডারেশানের ঘোষণার পর পদক তালিকা পরিবর্তিত হয়ে হল- ১৬টি সোনা, ২৩টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ।

এর আগে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকতে নিজের এক মাসের বেতন অসম সরকারকে দান করেছেন সোনার মেয়ে হিমা দাস। তিনি গুয়াহাটিতে ইন্ডায়ন অয়েল কর্পোরেশনে কাজ করেন।

ভারতের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইডের তথ্য অনুযায়ী (২৫ জুলাই) এই মুহূর্তে দেশে কোভিড-১৯’এ আক্রান্তর সংখ্যা ১৩,৩৬,৮৬১। যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩১,৩৮৮ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ৮,৪৯,৪৩২ জন। মোট ‘অ্যাক্টিভ কেস’এর সংখ্যা ৪,৫৬,০৭১। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী প্রায় ৬৩.৫৩ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন।