শিলিগুড়ির কাছে একটি গ্রামে প্রায় ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করল বনকর্মীরা। অজগরটি নজরে আসায় গ্রামবাসীরা বনকর্মীদের খবর দেয়। তারা এসে গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর এই বিরাট অজগরটি উদ্ধার করল। উদ্ধারের পর বৈকুন্ঠপুর জঙ্গলের গভীরে অজগরটিকে ছেড়ে দেওয়া হয়। বনকর্মীরা জানিয়েছেন মায়ানমারের জঙ্গলে এই ধরনের অজগর বেশি দেখতে পাওয়া যায়।