বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৩.৩০ মিনিট নাগাদ আমদাবাদের একটি বেসরকারি কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত আটজন রোগীর (পাঁচজন পুরুষ, তিনজন মহিলা)।
আমদাবাদের নবরংপুর এলাকায় রয়েছে বেসরকারি হাসপাতাল শ্রেয়। এখানে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা চলছিল। ৫০ আসনের এই কোভিড হাসপাতালে ৪৫ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে দশজন রোগী আইসিইউ’তে ছিলেন।
দমকলের একধিক ইঞ্জিন ঘটনা স্থলে আসে। সকাল ৪.৩০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা যায় বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে। এই আগুন লাগার ঘটনায় হাসপাতালের বেশ কয়েকজন কর্মীও গুরুতরভাবে জখম হয়েছেন।
হাসপাতালটিকে ফাঁকা করে দেওয়া হয়েছে এবং চিকিৎসাধীন করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সর্দার বল্লভ ভাই পটেল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে দু’লক্ষ করে এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী।
বুধবার গুজরাতে নতুন করে ১১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৬,৭৭৭ এবং সেখানে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২,৫৫৭।