“আজ যত যুদ্ধবাজ, দেয় হানা হামলাবাজ,

আমাদের শান্তি সুখ করতে চায় লুঠতরাজ।”

বহু বাঙালির মনেই দাগ কেটেছিল প্রকৃত যুদ্ধবিরোধী এই গানটি। কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর- ভি. বালসারা, গেয়েছিলেন রুমা গুহঠাকুরতার পরিচালনায় ও নেতৃত্বে ক্যালকাটা ইয়ুথ কয়ারের শিল্পীরা। পরের জীবনে যেকোনও যুদ্ধকে ঘৃণা করতে শিখিয়েছিল এই গানটি।

আজকের খবর, শুধু “শান্তি সুখ” নয়, দানিশ সিদ্দিকিও “লুঠতরাজ” হয়ে গেলেন যুদ্ধের বলি হয়ে। সংবাদ সংস্থা রয়টার্সের মাত্র ৪০ বছর বয়সী পুলিৎজার জেতা ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি আফগানিস্তানের কান্দাহারের স্পিন বুলডাক জেলায় ক্রসফায়ারের মধ্যে পড়ে প্রাণ দিলেন। আফগান সরকারের সেনাবাহিনীর সঙ্গে তালিবানদের চলা “ঘমাসান” যুদ্ধের ছবি তুলছিলেন দানিশ, পেশা আর নেশার তাগিদে।

আলটুসি ফুল-চাঁদ-তারা-আকাশের ছবি নয়, দানিশের ক্যামেরায় ধরা পড়ত একটা নেকড়ের মতো নিষ্ঠুর সময়, যা ধরতে দম লাগত। যা তাঁকে ক্যামেরা হাতে নিয়ে গিয়েছিল মসুলের যুদ্ধের, নেপালের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির, রোহিঙ্গাউত্তর শরণার্থী সমস্যার, হংকং বিক্ষোভের, দিল্লি দাঙ্গার আর কোভিডে মৃত্যুর ভয়াবহতার চরিত্র সন্ধানে।

সেই দম রাখায় ঝুঁকি তো ছিলই। পেশার চেয়েও বেশী নেশার তাগিদে হরবখত সেই ঝুঁকি নিতেন দানিশ। সেই ঝুঁকিই হয়ত ঘাতক হয়ে গেল মুম্বাইতে বেড়ে ওঠা আর দিল্লিতে পড়াশুনা শেষ করা দানিশের জন্য।

দানিশের তোলা ছবিতেই দানিশকে কুর্ণিশ, সঙ্গে তাঁর তোলা ১০টি অত্যন্ত শক্তিশালী ছবি। যেগুলো কেবলমাত্র ছবি নয়  একটা ভয়ঙ্কর সময়ে দাঁড়িয়ে সেই সময়টার দলিল।

১। রোহিঙ্গা সংকট

১১ সেপ্টেম্বর ২০১৭, নৌকায় বঙ্গোপসাগরে পাড়ি দিয়ে মায়ানমার-বাংলাদেশ সীমান্তে অতিক্রম করে বাংলাদেশের শাহ পোরির দ্বীপে পৌঁছে ক্লান্ত এক মহিলা রোহিঙ্গা শরনার্থী সাগর তীর স্পর্শ করছেন। ২০১৮ সালে দানিশ সিদ্দিকি এবং তাঁর সহকর্মী আদনান আবিদি রোহিঙ্গা সংকটের উপর সংবাদ সংস্থা রয়টার্সের হয়ে তোলার জন্য পুলিৎজার পুরস্কারে সম্মানিত হন।

২। জামিয়ায় গুলি চালানোর ঘটনা

২০২০ সালের ৩০ জানুয়ারি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে নাগরিকত্ব বিরোধী সংশোধনী আইনের প্রতিবাদকারীদের আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দিচ্ছিল এক কিশোর।

৩। রক্তের জন্য

২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি দিল্লিতে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে বিক্ষোভ চলাকালীন একদল মানুষ এক বিক্ষোভকারীকে যখন পেটাচ্ছিল।

৪। কৃষক আন্দোলন

২০২১-এর ১১ জানুয়ারি গাজিয়াবাদে দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় কৃষি বিল-এর বিরুদ্ধে আন্দোলনরতদের অবস্থান স্থলে কৃষকরা টোটো গাড়িতে করে যখন কম্বল ও শোয়ার জন্য গদি নিয়ে যাচ্ছিলেন। রয়টার্সের ওয়েবসাইটে দানিশ সিদ্দিকি’র প্রোফাইল পেজে উল্লেখ করা হয়েছে- তিনি তাঁর ছবির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতেন এবং সম্মান করতেন। দানিশের কথায়- ‘‘আমি যখন বাণিজ্যিক, রাজনৈতিক থেকে ক্রীড়া জগতের খবর সংগ্রহ করি তখন তা উপভোগ করি। কিন্তু আমি সব থেকে বেশি আনন্দ পাই যখন কোনও মানুষের ছবি লেন্সবন্দী করি যা ব্রেকিং নিউজ হয়। আমি সাংবাদিক হিসেবে এমন বিষয়গুলো কভার করে সত্যিই আনন্দ পাই যা মানুষকে প্রভাবিত করে এবং যা মানুষকে ভাবাতে বাধ্য করে।’’

৫। অক্সিজেনের জন্য লড়াই

দানিশের বক্তব্য- ‘‘গত মাসের শেষের দিকে নয়াদিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসাপাতালে এসে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কয়েক মাস আগেও আমি রাজধানীর বৃহত্তম এই হাসপাতালে আমি গিয়েছিলাম এবং সেই সময় সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল পরিস্থিতিও নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এবার জরুরি বিভাগের ঘরে ঢুকে দেখি পরিস্থিতি সম্পূর্ণ আলাদা’’। -সূত্র রয়টার্স।

৬। পরিযায়ী সমস্যা

২০২০ সালে করোনা যখন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে তখন কেন্দ্রীয় সরকার ২১ দিনের জন্য দেশ জুড়ে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করে। সেই সময় দয়ারাম কুশওহা নামে এক পরিযায়ী শ্রমিক তাঁর পাঁচ বছরের ছেলে শিবম’কে কাঁধে নিয়ে দিল্লি থেকে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

৭। স্মরণে

ফ্লোরিডায় অরল্যান্ডো শহরের একটি নাইট ক্লাবে এক সমকামীকে গুলি করে হত্যার ঘটনা স্মরণ মুম্বইয়ে। ওই স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একজন রামধনু পতাকার পিছনে দাঁড়িয়ে রয়েছেন, ২০১৬-র ১৬ জুন তারিখে।

৮। পবিত্র জল এবং আশীর্বাদী ছাই

এক নাগা সন্ন্যাসী স্নানযাত্রায় বেরনোর আগে ছাই মাখছেন।

৯। মানব পিরামিড

মুম্বইয়ে জন্মাষ্টমীতে ভক্তরা ‘মানব পিরামিড’ বানিয়ে দইয়ের হাড়ি ভাঙার চেষ্টা করছেন। ১০ আগস্ট, ২০১২।

১০। বিরোধ স্থল

ইরাকের মসুলের পশ্চিমাংশে সংঘর্ষ চলাকালীন আইএস যোদ্ধাদের উদ্দেশ্যে ইরাকী পুলিশ বাহিনীর সদস্যরা হ্যান্ড গ্রেনেড ছুঁড়ছেন। ২৯ এপ্রিল, ২০১৭।