বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল অসম-সহ উত্তরবঙ্গের একাধিক জেলা। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গেও। রিখাটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪। গুয়াহাটির কাছে শোনিতপুর ভূমিকম্পের উৎসস্থল বা এপি সেন্টার বলে জানা গিয়েছে।

এদিন সকাল ৭টা ৫১ মিনিটে শোনিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভূত হয়।

অসম, উত্তরবঙ্গ ছাড়াও এদিন কম্পন অনুভূত হয় মণিপুর, মিজোরাম, ত্রিপুরার একাধিক জেলায়। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে ভূমিকম্পের পর শোনিতপুরে একাধিক রাস্তায় বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অসমের অনেকেই ভূমিকম্পের ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে দেওয়াল ভেঙে পড়েছে, অনেক বাড়ির জানালা, দরজার কাচ ভেঙে গিয়েছে।  তবে ভূমিকম্পের ফলে কত ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব এখনও পাওয়া যায়নি।

ভূমিকম্পের খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা বলেন এবং অসমের মানুষের পাশে থাকার আশ্বাস দেন। চলতি মাসের শুরুতেও অসমে ভূমিকম্প হয়। সেই সময় তার উৎসস্থল ছিল তিনশুকিয়া।