- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর করোনার রিপোর্ট নেগেটিভ এল। শুক্রবার একথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন অমিত শাহ। গত ২ আগস্টও নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন তিনি করোনায় আাক্রান্ত। গত ১২ দিন তিনি দিল্লির অদূরে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ফের করোনা টেস্ট করা হয়। সেই রিপোর্টে নেগেটিভ আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী ট্যুইট করে জানান, ‘‘আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং যাঁরা আমার সুস্থতা কামনা করে আমার পরিবারকে সাহস জুগিয়েছেন তাঁদের আমি কৃতজ্ঞতা জানাই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী কিছুদিন হোম আইসোলেশনে থাকব।’’
- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে। ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইট করেও বিষয়টি জানিয়েছেন। তিনি ট্যুইটারে লেখেন- ‘‘৯৬ ঘণ্টার পর্যবেক্ষণের সময়কাল আজই শেষ হচ্ছে। বাবার শারীরিক অবস্থা (ভাইটাল প্যারামিটার্স) স্থিতিশীল এবং উনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন….’’। প্রণববাবু কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় ট্যুইটারে লিখেছেন, ‘‘…গত দু’দিনে আমি যতটুকু বুঝেছি তা হল, বাবার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হলেও পরিস্থিতির অবনতি হয়নি। বরং চোখে আলো পড়লে সাড়া দিচ্ছেন উনি।’’ গত রবিবার বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। মস্তিষ্কে অস্ত্রোপচারও হয় তাঁর। তারপর থেকেই ভেন্টিলেটরে রয়েছেন তিনি।
- প্রখ্যাত সঙ্গীত শিল্পী এসপি বালাসুহ্মমনিয়মের অবস্থা আশঙ্কাজনক। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আগস্টের প্রথম সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে এবং ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে। চেন্নাইয়ের এমজিএম হেল্থ কেয়ারে ৫ আগস্ট ভর্তি হন এই প্রখ্যাত সঙ্গীত শিল্পী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ১৩ আগস্ট থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
- কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন, তাঁর মন্ত্রিসভার তিন সদস্য এবং ডিজিপি লোকনাথ বেহেরা যাঁরা সম্প্রতি কোঝিকোরে বিমান দুর্ঘটনা স্থল পরিদর্শনে গিয়েছিলেন, তাঁরা স্বেচ্ছায় হোম আইসোলেশনে গেলেন। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বিমান দুর্ঘটনা স্থলে যে সরকারি আধিকারিকরা ছিলেন তাঁদের মধ্যে কয়েকজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপরই মুখ্যমন্ত্রী বিজয়ন এই সিদ্ধান্ত নেন।
- কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়ালের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। লব আগরওয়াল শুক্রবার রাতে নিজেই একথা ট্যুইট করে জানিয়েছেন। সংবাদ সংস্থা জানাচ্ছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে নতুন করে ৬৪,৫৫৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪,৬১,১৯১। তবে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭০.৭৭ শতাংশ। মৃত্যুর হার ১.৯৬ শতাংশ বেড়েছে।
Comments are closed.