স্বপন দাশগুপ্ত ফের আরেকবার রাজ্যসভার মনোনীত সাংসদ হলেন। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

২০২১ এর বিধানসভা নির্বাচনে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি’র প্রার্থী হয়েছিলেন স্বপন দাশগুপ্ত। এর আগে ২০১৬ সালের এপ্রিল মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। গত মার্চে বিজেপি তাঁকে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত করায় তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। কিন্তু নির্বাচনে তারকেশ্বর কেন্দ্রে তিনি পরাজিত হন।

এবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের প্রায় একমাসের মাথায় তিনি ফের রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হলেন। কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুযায়ী রাজ্যসভায় মোট ১২ জনকে মনোনীত করেন রাষ্ট্রপতি।