ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। কট্টরপন্থী ইসালামি সংগঠনের সদস্যরা হিন্দু মন্দির, বাস, ট্রেনে হামলা চালাচ্ছে। রবিবার বাংলাদেশের নানা প্রান্তে হিংসা ছড়িয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে রবিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে ধারাবাহিকভাবে বিক্ষোভের পরে রবিবার বাংলাদেশে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। হরতালে নানা জায়গায় অবরোধ ও সংঘাতের ঘটনা ঘটলেও ব্রাহ্মণবাড়িয়াতে হিংসার ঘটনা ছিল সবচাইতে বেশি। হরতালের সমর্থকরা বিভিন্ন সরকারি স্থাপত্যের উপর হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা বিভিন্ন সরকারি দফতর, গ্রন্থাগার ও বেসরকারি একাধিক ভবনে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীরা হিন্দু মন্দির ও একটি যাত্রীবাহী ট্রেনেও আগুন লাগিয়ে দেয়। এই ঘটনার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে সমস্তরকম ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের হাটহাজারিতে সবচাইতে বেশি হিংসা ছড়িয়েছে। ব্রাহ্মনবাড়িয়াতেই শনিবার পুলিশ ও বিজিবি’র সঙ্গে সংঘর্ষে ৫ জন বিক্ষোভকারী মারা যান। চট্টোগ্রামের হাটহাজারিতে পুলিশের গুলিতে মৃত্যু হয় ৫ জনের। রবিবার সেখানে আরও দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, হেফাজতে ইসলামের সমর্থকরা চট্টগ্রাম জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে। জাতীয় সড়কের উপর ইটের দে‍ওয়াল তুলে দু’দিন ধরে যান চলাচল বন্ধ করে রেখেছে।

হেফাজতে ইসলামের সমর্থকরা চট্টগ্রামে রাস্তার উপর ইটের দে‍ওয়াল তুলে দিয়ে দু’দিন ধরে যান চলাচল বন্ধ করে রেখেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম হরতালের সমর্থনে বিক্ষোভ দেখিয়েছে একদল বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের হাতে লাঠি এবং ইটের টুকরো দেখা গিয়েছে। হবিগঞ্জে একদল বিক্ষোভকারী রাস্তা অবরোধ করে রেখেছে। ঢাকার মোহাম্মদপুরেও হরতালের সমর্থনে হেফাজতে ইসলাম পথ সভা করে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রবিবার সাংবাদিকদের বলেন, ‘‘কতিপয় গোষ্ঠী ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে সরকারি সম্পত্তির ও মানুষের জানমালের ক্ষতি করছে।’’ অবিলম্বে এসব বন্ধ না হলে, সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ঢাকায় পৌঁছন। শনিবার তিনি ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।