আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা নিয়ে প্রশ্ন তুললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, ‘করদাতাদের পয়সা লুঠ করা তৃণমূলের নেশা। অবসরপ্রাপ্ত মুখ্যসচিব বর্তমান মুখ্যমন্ত্রী (বিধায়ক নন)-র উপদেষ্টা এবং তিনি আড়াই লক্ষ টাকা মাসিক বেতন ও অন্যান্য সুযোগসুবিধা ভোগ করবেন। করদাতাদের কষ্টার্জিত পয়সা নিশ্চিতভাবেই এর থেকে অনেক ভাল উপায়ে খরচ করা যেত’।
মঙ্গলবার সকালেই খবর হয় অধুনা রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজের নোটিস পাঠিয়েছে। তিন দিনের মধ্যে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর ইয়াসের পর্যালোচনা বৈঠকে উপস্থিত না থাকার বিষয়ে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। সংবাদ সংস্থাসূত্রে জানা গিয়েছে শো-কজের চিঠিটি সোমবারই আলাপনের কাছে পৌঁছে গিয়েছিল। এরপরই মঙ্গলবার শুভেন্দু অধিকারী ট্যুইটারে আলাপন বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন। উল্লেখ্য সোমবার গভীর রাতে রাজ্যপাল জগদীশ ধনখড়ও ট্যুইট করে জানিয়েছেন, কলাইকুণ্ডার বৈঠকে শুভেন্দু থাকার কারণেই মমতা ওই বৈঠক এড়িয়ে গিয়েছেন। ট্যুইটারে তিনি লিখেছিলেন, ‘ঘটনার ভুল বর্ণনা দেওয়া হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই জানিয়ে রাখতে চাই, গত ২৭ মে রাত ১১টা ১৬ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় একটি বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তিনি লেখেন, আপনার সঙ্গে কথা বলতে পারি? খুব জরুরি। তার পরেই উনি আমায় ফোন করে ইঙ্গিত দিয়েছিলেন, ওই বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলে তিনি সদলে ওই বৈঠক বয়কট করবেন’।
এদিন শুভেন্দু ট্যুইটারে লেখেন, ‘পশ্চিমবঙ্গে অলীক কুনাট্য রঙ্গ চলছে। নিজের অহংবোধ এবং অনুশাসনহীন মুখ্যসচিবকে রক্ষা করতে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী (বিধায়ক নন)। উনি মুখ্যমন্ত্রীর দফতর এবং সংবিধানের অসম্মান করছেন’। এর পরের ট্যুইটে শুভেন্দু প্রশ্ন করেন, ‘অবসরপ্রাপ্ত মুখ্যসচিব কী এমন গোপন কথা জানেন যে তাঁর জন্য স্বর্গ-মর্ত্য ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী (বিধায়ক নন)’। এর পরে আরেকটি ট্যুইটে বিধিভঙ্গের জন্য আলাপনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন শুভেন্দু।
এদিন ট্যুইটারে শুভেন্দু অধিকারী যতবার মুখ্যমন্ত্রী কথটি লিখেছেন ঠিক ততবার তার পাশে লিখেছেন ‘বিধায়ক নন’ কথাটি। অনেকে মনে করছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেওয়ার জন্যই এরকম ভাবে তিনি ট্যুইটারে লিখেছেন, পাশাপাশি শুভেন্দু মনে করিয়ে দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও তিনি কিন্তু তাঁর কাছে নির্বাচনে পরাজিত হয়েছিলেন।
Comments are closed.