
ইংরেজি কবিতার জগতে শর্মিলা রায় স্বনামখ্যাত এক প্রতিভাময়ী ভারতীয় কবি l দেশ বিদেশের নানা প্রকাশনী থেকেই তাঁর কবিতার বই প্রকাশিত হয়েছে। সম্প্রতি তাঁর অষ্টম কবিতার বইটি কলকাতার অভিজাত গ্রন্থবিপণি “স্টোরি”তে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। “SCRAWLS AND SCRIBBLES” নামক তাঁর এই সাম্প্রতিক বইটি প্রকাশ করেছে ‘হাওয়াকল পাবলিশার্স’। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক রেশমী মিত্র , শিক্ষাবিদ কেতকী দত্ত ও অধ্যাপিকা তারা মজুমদার। শ্রীমতী মজুমদারই মূলত অনুষ্ঠানটি পরিচালনা করেন তাঁর সাহিত্যগত পাণ্ডিত্যের সুবাসিত ও আকর্ষণীয় কথন ভঙ্গিমার মাধ্যমে।অনুষ্ঠানে কবি শর্মিলা রায় যেমন তাঁর গ্রন্থভূক্ত কয়েকটি কবিতা পাঠ করে শোনান , তেমনি তাঁর কবিতার বিষয় নিয়ে উপস্থিত দর্শকগণের সঙ্গে এক প্রশ্নোত্তরের আসরও ছিল যথেষ্ট মনোগ্রাহী। কবির অনুভবময় অন্তর্জগতের কথা আমরা জানতে পারি এই প্রশ্নোত্তর পর্বে।
previous article
জয়ললিতার মৃত্যু কিন্তু মমতা-মায়াবতীদের একটা বার্তা দিচ্ছে
you might also like
আমার কবি, তোমার কবি
5 years ago
বাঁচার রসদ যোগানো একগুচ্ছ কবিতা
7 years ago