বাংলা থেকে এ’বছর সাত জনকে পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নেওয়া হল। প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের আগের দিন যাদের পদ্ম সম্মানে ভূষিত করা হবে তাঁদের নামের তালিকা প্রকাশ করা হয় ভারত সরকারের তরফে।

এ’বছরে যে সাত জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে তাঁরা হলেন- বাঁটুল দি গ্রেট, হাঁদা-ভোঁদা’র স্রষ্টা বিখ্যাত কমিকস আর্টিস্ট ও লেখক নারায়ণ দেবনাথ, টেবিল টেনিস তারকা মৌমা দাস, শান্তিপুরের তাঁত শিল্পী বীরেনকুমার বসাক, সামাজিক কাজে বিশেষ অবদান রাখার জন্য সাঁওতাল সমাজের গুরুমা কমলি সোরেন, কামতাপুরি ভাষা প্রসারের জন্য ধর্মনারায়ণ বর্মা এবং শিক্ষা ও সাহিত্যে সুজিত চট্টোপাধ্যায় ও জগদীশ হালদার।

নারায়ণ দেবনাথ

পদ্মশ্রী’র তালিকায় এ’রাজ্যের সাত জনের নাম থাকলেও এ’বছর পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মান প্রাপকদের নামের তালিকায় বাংলার করোর নাম নেই।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত বাংলার সাত জনকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন।